ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গাড়িতে প্রায় ৩৭ লাখ টাকা, প্রকৌশলী বললেন ‘ঘুষের টাকা নয়’

প্রকাশিত: ১৮:১৯, ১৪ মার্চ ২০২৫

গাড়িতে প্রায় ৩৭ লাখ টাকা, প্রকৌশলী বললেন ‘ঘুষের টাকা নয়’

ছবি: সংগৃহীত।

নাটোরের সিংড়ায় চেকপোস্টে তল্লাশির সময় এক প্রকৌশলীর প্রাইভেট কার থেকে ৩৬ লাখ ৯৪ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালিয়ে পেছনের ডালায় রাখা ব্যাগ থেকে প্রায় ৩৭ লাখ টাকা উদ্ধার করা হয়। টাকা ও গাড়িসহ প্রকৌশলীকে থানায় নেওয়া হয়েছে।

প্রকৌশলী সাবিউল ইসলাম সিরাজগঞ্জের বাসিন্দা। তিনি দাবি করেছেন, জমি বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি।

এদিকে, গাইবান্ধা এলজিইডি অফিসের একটি সূত্র জানিয়েছে, জব্দকৃত অর্থ ঘুষের টাকা হতে পারে। অভিযোগ রয়েছে, তিনি প্রতি সপ্তাহে অফিস করে ঘুষের টাকা নিয়ে বাড়ি ফেরেন।

পুলিশ সুপার একরামুল হক বলেন, "প্রকৌশলী দাবি করেছেন, জমি বিক্রির টাকা নিয়ে গাইবান্ধা থেকে ভাড়া করা প্রাইভেট কারে রাজশাহীর নিজ বাসায় যাচ্ছিলেন। তবে তিনি যথাযথ প্রমাণ দিতে না পারায় বিষয়টি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে জানানো হয়েছে।"

প্রকৌশলী সাবিউল ইসলাম বলেন, "আমি জমি বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম। এগুলো ঘুষ বা কমিশনের টাকা নয়।"

সায়মা ইসলাম

×