
ছবি সংগৃহীত
২০ রমজানের মধ্যে গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিকদের এক মাসের (বেসিক) বেতনের সমান ঈদ বোনাস ও সকল বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ ঈদের ছুটির আগে মার্চ মাসের পূর্ণ বেতন দেওয়ার দাবিতে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় নগরীর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ ও শহরের প্রধান সড়কে মিছিল করা হয়। সমাবেশে সংগঠনের জেলা কমিটির সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, সহ-সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জেলার সভাপতি গাজী নূরে আলম, গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক টিইউসি জেলা কমিটির দপ্তর সম্পাদক মোস্তাকিম ও সদস্য আশিক প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, "ঈদ উপলক্ষে গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিকদের কাঙ্ক্ষিত ঈদ বোনাস ও সকল বকেয়া পাওনা ২০ রমজানের মধ্যে পরিশোধ করতে হবে। কারণ বর্তমান বাজারে শ্রমিকরা যে মজুরি পায়, তা দিয়ে তাদের পরিবারের ব্যয় মেটানো সম্ভব হয় না। অতিরিক্ত সময় কাজ করতে হয়, তারপরও বারো মাস টানাটানির মধ্যে ধারদেনা করে চলতে হয়। ফলে গ্রামের বাড়ি যাওয়ার সামর্থ্য ও সময় সুযোগ কোনটাই থাকে না। ঈদ এলেই কেবল শ্রমিকরা একটু ভালো খাবার ও নতুন জামাকাপড় কেনার কথা ভাবে। ঈদ উপলক্ষে সকল বকেয়া পাওনা ও ঈদ বোনাস একসঙ্গে পেলে শ্রমিকরা নাড়ির টানে বাড়ি ফিরে আপনজনদের সঙ্গে মিলিত হয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে উপভোগ করতে পারে। শ্রমিকদের এই আকাঙ্ক্ষা ও স্বপ্ন কোনোভাবেই নস্যাৎ করা যাবে না।"
তারা আরও বলেন, "অতীতে দেখা গেছে, অনেক কারখানার মালিক বেতন-বোনাস নিয়ে সংকট তৈরি করেছেন। কোনো কোনো কারখানার মালিক নামমাত্র বোনাস ৫০০ থেকে ১,০০০ টাকা দিয়ে শ্রমিকদের বিদায় করেছেন, আবার কেউ কেউ তাও দেননি। এবার সরকারি নিয়মে শিল্প কারখানার শ্রমিকদের এক মাসের (বেসিক) বেতনের সমান ঈদ বোনাস দিতে হবে। ঈদুল ফিতরের সরকারি ছুটি ৫ দিন ভোগ করতে দিতে হবে। কোনো প্রকার বৈষম্য করা চলবে না। ঈদের আগে কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না। বেতন-বোনাস নিয়ে কোনো প্রকার টালবাহানা বরদাস্ত করা হবে না। অবিলম্বে ডিজিটাল পেপার মিলস ও ফতুল্লা ফ্যাশন শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতনসহ আইনগত পাওনা পরিশোধ করতে হবে।"
নেতৃবৃন্দ আরও বলেন, "ঈদের শেষ মুহূর্তে গিয়ে বেতন-বোনাস দিলে শ্রমিকদের কিছু কেনাকাটা করা বা বাড়ি ফেরার গাড়ির অগ্রিম টিকিট বুকিং করা সম্ভব হয় না। বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। সেই বিবেচনায় ২০ রমজানের মধ্যেই শ্রমিকদের ঈদ বোনাস ও সকল বকেয়া পাওনা পরিশোধ করাসহ ঈদের ছুটির আগে মার্চ মাসের পূর্ণ বেতন দিতে হবে।"
নেতৃবৃন্দ গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ, বিজিএমইএ, ও সরকারের পক্ষ থেকে আগেভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে মালিকদের গড়িমসির কারণে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হলে তার জন্য মালিক ও প্রশাসন দায়ী থাকবে।"
আশিক