ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

চাটখিলে ওয়ারেন্ট ভুক্ত ৬ আসামী গ্রেফতার 

নিজস্ব সংবাদদাতা, চাটখিল (নোয়াখালী)

প্রকাশিত: ১৭:৩০, ১৪ মার্চ ২০২৫

চাটখিলে ওয়ারেন্ট ভুক্ত ৬ আসামী গ্রেফতার 

ছবি সংগৃহীত

চাটখিল থানা পুলিশের অভিযানে পৃথক পৃথক মামলার ওয়ারেন্ট ভুক্ত ৬ আসামী গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- পাঁচগাঁও ইউনিয়নের হোসেনপুর পন্ডিত বাড়ির সাইফুল ইসলাম (৩০), একই ইউনিয়নের আবু তোরাব নগরের রিয়াজ মোরশেদ, পরকোট ইউনিয়নের হোসেনপুর রশিদ ব্যাপারী বাড়ির আনোয়ার হোসেন কালু, মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিন মোহাম্মদপুর মোল্লা বাড়ির মো. আবদুল হালিম, শাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর আলা উদ্দিন বাড়ির নুর আলম নাহিদ ও রাসেল হোসেন। 

চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় মামলা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে আদালত সোপর্দ করা হয়েছে।

আশিক

×