ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

জেএমবি নয়, মূল শত্রু ভারত :লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান

প্রকাশিত: ১৫:৪৮, ১৪ মার্চ ২০২৫

জেএমবি নয়, মূল শত্রু ভারত :লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান

ছবি:সংগৃহীত

বীরপ্রতীক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সম্প্রতি এক টক শোতে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেখানে তিনি জেএমবি দমনের সময়কার কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি জানান, "আমি ছিলাম র‍্যাব ৭ 'চট্টগ্রাম' এর অধিনায়ক, প্রায় ৩ বছর। সেই সময়টা আমরা জেএমবি’র বিরুদ্ধে কঠোর লড়াই চালিয়েছি।

 

 

প্রথমদিকে আমরা এই সংগঠন সম্পর্কে তেমন কিছু জানতাম না, তবে আমাদের কাজ ছিল তাদের বিরুদ্ধে কাজ করা, আর এর জন্য আমাদের কাউন্টার টেররিজমের পাশাপাশি তাদের সম্পর্কে গভীরভাবে পড়াশোনা করতে হয়েছিল।"

তিনি আরও বলেন, "১৯৮২ সালে সেনাবাহিনীতে কমিশন পাওয়ার পর, শহিদ জিয়ার চেতনায় যোগদান করি। সেই সময় ভারত থেকে আমরা সব কিছুই পেয়েছি—শান্তিবাহিনীর প্রশিক্ষণ, অস্ত্র, গোলাবারুদ—সবকিছুই ভারত থেকে আসত। আমরা প্রায় ৩০ হাজার বাঙালি পাহাড়ে হারিয়েছি, এবং এর পেছনে দায়ী ভারত।"

 

 

 

 

হাসিনুর রহমান ভারত সম্পর্কেও একাধিক দাবি করেন। তিনি বলেন, "জেএমবি’র মতো সংগঠনও ভারত থেকেই এসেছে। প্রতিটি এক্সক্লুসিভের গায়ে 'মেড ইন ইন্ডিয়া' লেখা ছিল। আমাদের সরকার কখনো প্রতিবাদ করেনি, এবং এখনও করছে না। এখন আমরা সবাই বুঝতে পেরেছি, আমাদের একমাত্র শত্রু ভারত।"

তিনি আরও বলেন, "সরকারের সার্বভৌমত্বের কথা বললে, তা হলো আওয়ামী লীগ। তারা ভারতের প্রেসক্রিপশনে কাজ করে, সুতরাং তারা আমাদের প্রধান শত্রু, আমাদের ঘরের শত্রু। বাহিরের শত্রু চিহ্নিত করা সহজ, কিন্তু ঘরের শত্রু সবচেয়ে বড় শত্রু। এই ঘরের শত্রুকে দমন করা অত্যন্ত জরুরি।"

 

 

 

হাসিনুর রহমান ইসলামী হুজুরদের সম্পর্কে বলেন, "সব ইসলামী হুজুরই চায় খেলাফত প্রতিষ্ঠা করতে, কেউ মুখে বলে, কেউ অন্তরে রাখে। তারা এটি জবরদস্তি আনতে চায়। যদি দেশটা জঙ্গি হয়ে যায় বা অকার্যকর রাষ্ট্র হয়ে যায়, তার লাভ কাকে হবে? ভারতের লাভ। তবে আমরা ভারত থেকে কোনো অনুদান গ্রহণ করি না। আমরা বিদেশে দক্ষ শ্রমিক পাঠাই, তাদের টাকায় চলি। অথচ ভারত আমাদের সম্পদ লুটে নেয়।"

তিনি আরো বলেন, "আমরা সাধারণ মুসলিম, পাঁচ ওয়াক্ত নামাজ ও রোজায় সীমাবদ্ধ ছিলাম, কিন্তু এত কিছু আমরা জানতাম না। ধর্মীয় বিধানে নারীদের শিক্ষা নিয়ে হুজুরেরা খুব একটা পছন্দ করেন না, কিন্তু ইতিহাস বলছে, নারীরা নবীর যুগে যুদ্ধ করেছেন। নারীদের মসজিদে যাওয়ার ব্যাপারেও কিছু কথা আছে, যা পুরোপুরি নিজেদের বানানো। এই মানসিকতা শুধু নারীদের দমনের জন্য তৈরি করা হয়েছে।"

 

 

এভাবে, হাসিনুর রহমান নিজের অভিজ্ঞতার আলোকে জেএমবি, ভারত এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেছেন।

আঁখি

×