
ছবি: মোখলেছুর রহমান
পটুয়াখালী শহরের সাহাপাড়ার পশ্চিম আরামবাগ এলাকার বাড়ি সংলগ্ন পুকুরে ডুবে রোহিত নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ওই পুকুর থেকে শিশু রেহিতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুটির পিতার নাম শ্যামল সরকার।
পারিবারিক সূত্র জানায়, শিশু রোহিত সাহাপাড়া এলাকায় বি-টাইপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার দুপুরে রোহিত বাড়ির উঠানে খেলছিল। দুপুর আনুমানিক ২ টার পর থেকে রোহিতকে সেখানে দেখা যাচ্ছিল না। হঠাৎ করে রোহিতকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন রোহিতকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে।
রোহিতের খোঁজ না পেয়ে পুলিশকে অবহিত করা হয়। খোঁজা খুঁজির এক পর্যায়ে রাত ১০ টার দিকে বাড়ি সংলগ্ন পুকুরে শিশু রোহিতের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা শিশুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, দুপুর ২ টার পর থেকে শিশুটির খোঁজ পাচ্ছিল না স্বজনরা। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। এর পুলিশও শিশুটির খোঁজে মাঠে নামে। পরে রাতে পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আঁখি