
ছবি:সংগৃহীত
বীরপ্রতীক, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত এক টক শোতে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, "আমি ছিলাম র্যাব ৭ 'চট্টগ্রাম' এর অধিনায়ক, প্রায় ৩ বছর।
সেই সময়টি জেএমবি দমনে কাটিয়েছি। আমরা ৩ বছর ধরে এই কাজে নিবেদিত ছিলাম, তবে প্রথমে আমরা তাদের সম্পর্কে জানতাম না। এটি একটি ধর্মীয় দল, এবং আমরা কাউন্টার টেররিজমের পাশাপাশি এর সম্পর্কে পড়াশোনা করতে হয়েছিল।"
হাসিনুর রহমান আরো বলেন, "আমি যখন ১৯৮২ সালে কমিশন পাই, তখন শহিদ জিয়ার চেতনায় সেনাবাহিনীতে যোগদান করি। সে সময় দেখি, সব কিছু ভারতের তৈরি। শান্তিবাহিনীর প্রশিক্ষণ, অস্ত্র, গোলাবারুদ—সবই ভারতের থেকে আসত। আমরা প্রায় ৩০ হাজার বাঙালি পাহাড়ে হারিয়েছি, এবং এর পেছনে দায়ী ভারত, আর কেউ নয়।"
তিনি আরও উল্লেখ করেন, "জেএমবি’র মতো সংগঠনও ভারত থেকে এসেছে। প্রতিটি এক্সপ্লোসিভের গায়ে 'মেইড ইন ইন্ডিয়া' লেখা ছিল। আমাদের সরকার কখনো প্রতিবাদ করেনি, এখনও করছে না। এখন আমরা সবাই বুঝতে পেরেছি, আমাদের একমাত্র শত্রু ভারত।"
"আর যদি সার্বভৌমত্বের কথা বলেন, তবে তা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ ভারতের প্রেসক্রিপশনে কাজ করে, সুতরাং তারা আমাদের প্রধান শত্রু, ঘরের শত্রু। বাহিরের শত্রু চিহ্নিত করা যায়, কিন্তু ঘরের শত্রু সবচেয়ে বড় শত্রু। এটি দমন করা অত্যন্ত প্রয়োজন," বলেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান।
আঁখি