ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

তিন দিনের মধ্যে আছিয়ার ধর্ষকের প্রকাশ্য দিবালোকে ফাঁসি চাইলেন চমক

প্রকাশিত: ১১:০২, ১৪ মার্চ ২০২৫; আপডেট: ১১:০৪, ১৪ মার্চ ২০২৫

তিন দিনের মধ্যে আছিয়ার ধর্ষকের প্রকাশ্য দিবালোকে ফাঁসি চাইলেন চমক

ছবি:সংগৃহীত

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন,

যেখানে তিনি বলেছেন, "আগামী তিন দিনের মধ্যে আছিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেয়া হোক। ধর্ষণের বিচারে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করুক।"

 

 

মাগুরায় আলোচিত ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শিশুটির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী।বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় একে একে দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় শিশুটির।

 

 

এরপর দুপুরে তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর আর হৃদস্পন্দন ফেরেনি অভিমানী হৃদয়ে। ঘৃণা, লজ্জা, অভিমানে জমে থাকা শ্বাস চিরমুক্তি নিয়ে অসীমে মিলিয়ে গেছে।

আঁখি

×