ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

অতীতে রাষ্ট্র যথাসময়ে ব্যবস্থা নিলে আছিয়ার এই করুণ পরিণতি হতো না: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: ১০:৩৮, ১৪ মার্চ ২০২৫; আপডেট: ১০:৪০, ১৪ মার্চ ২০২৫

অতীতে রাষ্ট্র যথাসময়ে ব্যবস্থা নিলে আছিয়ার এই করুণ পরিণতি হতো না: হাসনাত আব্দুল্লাহ

ছবি:সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "অতীতের যেসব ঘটনা ঘটেছিল, সেগুলোর যদি রাষ্ট্র যথাসময়ে ব্যবস্থা নিত, তবে আমাদের বোন আছিয়ার এই ধরনের দুঃখজনক পরিণতি হতো না।

 

আমরা পুরো প্রক্রিয়াটি মনিটর করছি এবং যারা বিক্ষোভ করছেন, তাদের বিক্ষোভের যৌক্তিকতা অস্বীকার করার কিছু নেই। এই ধরনের ঘটনা ঘটায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা আশা করি, আমাদের দল থেকেও আমরা এই ধরনের ঘটনা বাংলাদেশের কোনো প্রান্তে যেন না ঘটতে পারে।

 

 

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে আমরা সরকারের কাছ থেকে যথাযথ পদক্ষেপ আশা করি। অপরাধীদের বিরুদ্ধে সরকার কার্যকর শান্তি নিশ্চিত করতে কাজ করছে।"

আঁখি

×