
রাজবাড়ীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুই ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক্সেভেটর দিয়ে ইটভাটা দুটির চার পাশের দেয়াল (কিলন) ভেঙে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর ও সদরের বড়চর বেনীনগর এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে, এনসিবি ব্রিকসের মালিক মেহেদী মাহবুব হোসেনকে ১ লাখ টাকা জরিমানা ও আদর্শ ব্রিকসের (এবিবি) মালিক আরজু সরদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।এসময় পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ, পরিদর্শক মোঃ ইমরান হোসেনসহ জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
আফরোজা