ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবিদুর রহমান নিপু, ফরিদপুর :

প্রকাশিত: ২২:৩৫, ১৩ মার্চ ২০২৫; আপডেট: ২২:৩৫, ১৩ মার্চ ২০২৫

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকুর উদ্যোগে সাংবাদিক এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে এই ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে শহরের গোয়ালচামট এলাকার নিজ বাড়ির আঙ্গিনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান পিঙ্কু।এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর সোহেল রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমপি আক্তার টুটুল,প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা, কোতোয়ালি থানা বিএনপির সহ-সভাপতি মোঃ হাজ্জাজ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল, যুবদল নেতা মাহবুব গাজী প্রমুখ।

পরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

আফরোজা

×