ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ফ্যাসিবাদের দোসররা আমাদের মাঝে ঘাপটি মেরে আছে: ফরিদপুরে শামা ওবায়েদ

 নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

প্রকাশিত: ২২:৩০, ১৩ মার্চ ২০২৫

ফ্যাসিবাদের দোসররা আমাদের মাঝে ঘাপটি মেরে আছে: ফরিদপুরে শামা ওবায়েদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন,  ফ্যাসিবাদের দোসররা আমাদের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। সবাইকে সতর্ক থাকতে হবে। তারা যেন আমাদের ব্যবহার করে সুযোগ নিতে না পারে। দলের দুঃসময়ে নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন। দলের দুঃসময়ের নেতাকর্মীদের মুল্যায়ন করতে হবে। 


বৃহস্পতিবার (১৩মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুটি গ্রামে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা উপলক্ষে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এসব কথা করেন।

মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের  সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদসহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

আফরোজা

×