
কাটা গাছ
বাগেরহাট সদর উপজেলা যুবলীগের সদস্য সচিব কাজী জাহিদ সারোয়ার টিটুসহ ১৪ জনের বিরুদ্বে ১০ লক্ষাধিক টাকা মুল্যের সরকারী গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বাগেরহাট সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বরাবর এলাকাবাসীর পক্ষে টুকু মিয়া নামের এক ব্যক্তি এই অভিযোগ করেন। অভিযোগ থেকে জানাযায়, বিগত সরকারের আমলে সদর উপজেলা যুবলীগের সদস্য সচিব কাজী জাহিদ সারোয়ার টিটু যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রামের ২২ টি মেহগনি, মেগনীসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিক্রি করেছেন।
টুকু মিয়া বলেন, কাজী জাহিদ সারোয়ার টিটুর নেতৃত্বে শেখ মিজানুর রহমান ও জাহিদুল শেখসহ ১৪ জন মিলে এসব গাছ কেটে বিক্রি করেছেন। বিক্রির টাকা তিনি আত্মসাত করেছেন। বিগত সরকারের আমলে আমরা এসব বিষয়ে কোন কথা বলতে পারিনি। এখন অভিযোগ দিয়েছি। তদন্ত করলে ঘটনার সত্যতা পাওয়া যাবে।
সামাজিক বন বিভাগের ফরেষ্টার চিন্ময় মধু বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষিদের বিরুদ্বে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ