ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পটুয়াখালীর বাউফলের

তরমুজ চাষিদের নিরাপত্তায় সেনা টহল

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী ।।  

প্রকাশিত: ২২:২২, ১৩ মার্চ ২০২৫

তরমুজ চাষিদের নিরাপত্তায় সেনা টহল

তরমুজ চাষিদের সার্বিক নিরাপত্তা  নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল টিম

বাউফলের নদী বেস্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে তরমুজ চাষিদের সার্বিক নিরাপত্তা  নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল টিম চালু হয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ টহল অভিযান চলবে। 

আজ বৃহস্পতিবার ( ১৩ মার্চ) বাউফল সেনাক্যাম্পের ইনচার্জ মেজর সামিমের  নেতৃত্বে সেনাবাহিনীর  একটি টিম চন্দ্রদ্বিপ ইউনিয়নে গিয়ে তরমুজ চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ।

সেনাবাহিনীর ওই  টহলটিম চন্দ্রদ্বীপ ইউনিয়ন খানকা মসজিদ এলাকায় তরমুজ চাষি ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করছেন  এবং তরমুজ রক্ষার জন্য তাদেরকে সবধরণের সহযোগিতা করার ঘোষনা দিয়েছেন।

তরমুজ চাষিরা সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ব শিকার হলে তাদের মোবাইল নাম্বারে কল দিয়ে অবহিত করার জন্য  বলা হয়েছে। 

উল্লেখ যে, উপজেলা চন্দ্রদ্বিপ ইউনিয়নে এ বছর প্রচুর  পরিমান তরমুজ চাষ করেছেন চাষীরা। 

কিন্তু স্থানীয় রাজনৈতিক দলের অসাদু নেতা-কর্মীরা প্রভাব বিস্তার করে ওই সমস্ত চাষীদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে।

চাঁদার টাকা না দিলে তারা ক্ষেত থেকে তরমুজ লুট করে নিয়ে যায়। সম্প্রতি চাঁদা না দেয়ায় নাজিরপুর ইউনিয়নের এক বিএনপি নেতার ছেলের নেতৃত্বে এক চাষীর ট্রলার বোঝাই তরমুজ লুট করা হয়। 

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তরমুজ চাষীদের নিরাপত্তা বিধানের জন্য নসনাবাহী এ উদ্যোগ নেয়েছেন।  

সায়মা ইসলাম

×