ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস

প্রকাশিত: ১৯:১২, ১৩ মার্চ ২০২৫

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস

ছবি: সংগৃহীত

চারদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এটি গুতেরেসের বাংলাদেশে দ্বিতীয় সফর। বিশেষ করে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির প্রচেষ্টায় এবং এই সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগ ফেরাতে তার এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সফরে তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং আগামীকাল প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন।

এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, "বৈশ্বিক বিভিন্ন সংকটের ফলে রোহিঙ্গা সমস্যা অনেকটাই আড়ালে চলে গেছে। জাতিসংঘ মহাসচিবের এ সফর একটি শক্তিশালী ও ইতিবাচক বার্তা দিতে পারে, যা রোহিঙ্গাদের দ্রুত ও সম্মানজনক প্রত্যাবর্তনে সহায়ক হবে।"

বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য কমতে থাকা মানবিক সহায়তা কীভাবে বৃদ্ধি করা যায়, সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শফিকুল আলম আরও বলেন, রোহিঙ্গাদের পুষ্টি চাহিদা পূরণ অত্যন্ত জরুরি এবং বাংলাদেশ সরকার নিশ্চিত করতে চাইছে যে, এই ক্ষেত্রে কোনো ঘাটতি না থাকে।

তিনি উল্লেখ করেন, এ জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন, কারণ প্রতিমাসে রোহিঙ্গাদের পুষ্টি চাহিদা পূরণে প্রায় ১৫ মিলিয়ন ডলার দরকার।

রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। শনিবার জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং বিকেলে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া, তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বৈঠক করবেন।

রবিবার সফর শেষে বাংলাদেশ ত্যাগ করবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আসিফ

×