ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ধর্মের শিক্ষা কি নরম ভাষায় বোঝানো, নাকি অপমানজনক শাস্তি? 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৮:০৫, ১৩ মার্চ ২০২৫

ধর্মের শিক্ষা কি নরম ভাষায় বোঝানো, নাকি অপমানজনক শাস্তি? 

ছবি: সংগৃহীত

যেখানে ইসলাম সহজ ও শান্তি সেখানে কিছু অন্ধ বিশ্বাসী ও অহংকারি মানুষ যেন এই সহজ ধর্মকে কঠিন করে তুলছে। আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে আইন যেন নিজেদের হাতেই তোলে নিচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে রোজা না রাখার অপরাধে রীতিমতো অন্য মানুষদের লাঞ্চিত করা হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। 

বুধবার (১২মার্চ) দুপুরে লক্ষ্মীপুর শহরের থানা মোড়ের এলাকায় ভিডিওতে দেখা যায়, দোকানে সামিয়ানা টাঙ্গানো ভেতরে  খাবার খাচ্ছিলেন কয়েকজন বৃদ্ধ ও যুবক। সেই মুহুর্তে লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ হাতে লাঠি নিয়ে দোকানের সামনে হাজির। 

পরে ভিতরে গিয়ে মরোজা না রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে দোকনের সামনে প্রকাশ্যে লজ্জা দেন এবং শাস্তি স্বরুপ কান ধরে উঠবস করান। এই ঘটনার ভিডিও মুর্হুতেই সামাজিত যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কেউ কেউ বলছেন, রমজানের পবিত্রতা রক্ষার নামে অন্যর ব্যক্তিগত স্বাধীনতার হস্তক্ষেপ কার হচ্ছে। আবার অনেকেই বলছেন। ইসলাম ধর্মে এমন কোন শাস্তির বিধান নেই।

এই বিষয়ে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বলেছেন, একজন মুসলমান হিসেবে রমজানের পবিত্রতা রক্ষার চেষ্টা করেছি। সবাকে রোজার রাখার জন্য অনুরোধ করেছি।


সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেছেন, ঘটনা সম্পর্কে  আমি অবগত নই। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে। যদি কেউ অভিযোগ করে। তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

শহীদ

×