ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

কক্সবাজারে হোম স্টোনের জমি বিক্রির ওপর নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৭:৪১, ১৩ মার্চ ২০২৫

কক্সবাজারে হোম স্টোনের জমি বিক্রির ওপর নিষেধাজ্ঞা

ছবি সংগৃহীত

সমবায় মন্ত্রণালয়ের অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের করা একটি মানি স্যুট মামলায় হোম স্টোন লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের জমি বিক্রি, বন্ধক, পাওয়ার অফ অ্যাটর্নিসহ সকল ধরণের হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন কক্সবাজারের জেলা যুগ্ম আদালত।

২০১৮ সালে ২৩ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৯৯৫ টাকা আদায়ের নিমিত্তে এই মামলা করেন রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মাহবুবুর রহমান। 

আদালত মামলার আদেশে বলেন, সার্বিক বিবেচনায় সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে ১/৩/৪নং বিবাদীগণ অত্র মামলায় হাজির হয়ে আপত্তি দাখিল অন্তে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানী না হওয়া পর্যন্ত নালিশী তফসিলোক্ত জমি যাতে অন্যত্রে হস্তান্তর করতে না পারে তৎসংক্রান্তে স্থিতিবস্থা (Status-quo) বজায় রাখার জন্য উক্ত বিবাদীগণকে নির্দেশ দেওয়া গেল। 

নিষেধাজ্ঞাকৃত জমির তফসিল: মৌজা- ঝিলংজা, উপজেলা ও জেলা- কক্সবাজার। আর.এসঃ ১২২৪/২৮৭ নং খতিয়ানের আর.এস. দাগ নং ৫৪৬/৯১০৮ দাগের আন্দর এম.আর. আর. ৫৪৬,৫৪৬/৯১০৮ নং দাগাদির আন্দর বি.এস. ১নং খতিয়ানের সৃজিত বি.এস. ৮৫৯৩ নং খতিয়ানের সৃজিত বি.এস. ২০০০১/২৮৭১৬ নং দাগের সম্পূর্ণ তৎসৃজিত বি.এস. ৮৮৪৩ নং খতিয়ানের সৃজিত বি.এস. দাগ নং ২০০০১/৩১৫৯৮ নং দাগ সম্পূর্ণ মোয়াজী ০৭ শতক। বি.এস. ৪০০৭ নং খতিয়ানের বি.এস. দাগ নং ২০০০১/২৮৭১৬/৩৪০৮৬ নং দাগের আন্দর মোঃ ২১ শতক এবং সৃজিত বি.এস. ৭৯৫৬ নং খতিয়ানের বি.এস. ২০০০১/২৮৭১৬/৩০৪৯৮ দাগের সম্পূর্ণ মোয়াজি ২১ শতক একুনে ৩টি দাগে যথাক্রমে (০৭+২১+২১)= ৪৯ শতক জমি। উক্ত জমি নিয়ে সৃজিত বি.এস, ৯৫৩৪ নং খতিয়ানের সৃজিত বি.এস. ২০০০১/৩১৫৯৮, ২০০০১/২৮৭১৬/৩৪০৮৬ ও ২০০০১/২৮৭১৬/৩০৪৯৮ দাগাদির জমির পরিমান ৪৯ শতক।

আসিফ

×