ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বান্দরবানে গলায় জুতার মালা পরিয়ে পাড়া প্রদক্ষিণ ও দীর্ঘ নাটকীয়তার পর ধর্ষণ মামলা

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান,

প্রকাশিত: ১৭:২৫, ১৩ মার্চ ২০২৫; আপডেট: ১৭:২৫, ১৩ মার্চ ২০২৫

বান্দরবানে গলায় জুতার মালা পরিয়ে পাড়া প্রদক্ষিণ ও দীর্ঘ নাটকীয়তার পর ধর্ষণ মামলা

ছবি সংগৃহীত

বান্দরবানের রোয়াংছড়িতে আলোচিত মানসিক প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকলে ধর্ষণের শিকার কিশোরীর ভাই বাদি হয়ে এ মামলা দায়ের করেন। অভিযুক্ত মো. জামাল হোসেন (৩২) বরিশালের দশমিনা উপজেলার দক্ষিণ দাস পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার হওয়া মানসিক প্রতিবন্ধি কিশোরীর পরিবার থেকে মামলা করতে অস্বীকৃতি জানানোর কারনে অভিযুক্তকে ৫৪ ধারায় আদালতে পাঠানোর পরিকল্পনা ছিল। তবে বৃহস্পতিবার সকালে কিশোরীর ভাই বাদি হয়ে মামলা দায়ের করেছেন। তারই প্রেক্ষিতে অভিযুক্ত জামাল হোসেনকে আদালাতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার সকালে কিশোরীর ভাই বাদি হয়ে মামলা দায়ের পর অভিযুক্ত আসামিকে আদালাতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ সন্ধ্যায় বান্দরবানের রোয়াংছড়িতে মানসিক ভারসাম্যহীন খেয়াং সম্প্রদায়ের এক কিশোরী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ১১ মার্চ সড়ক নির্মাণ শ্রমিক মো. জামাল হোসেনকে (৩২) আটক করে গলায় জুতার মালা পরিয়ে সাতপাক পাড়া প্রদক্ষিণের পর পুলিশে হস্তান্তর করে স্থানীয়রা। পরে সামাজিক বিচারে ধর্ষণের শাস্তি হিসেবে অভিযুক্তকে ৪০ হাজার টাকা জরিমানা করে জুতার মালা পড়িয়ে ৭ বার গ্রামটি ঘোরানো হয়েছিল।

আসিফ

×