ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

শিশুদের কিডনি সমস্যা উদ্বেগজনক হারে বাড়ছে

প্রকাশিত: ১৩:১১, ১৩ মার্চ ২০২৫

শিশুদের কিডনি সমস্যা উদ্বেগজনক হারে বাড়ছে

ছবি: সংগৃহীত

জন্মগত কিডনি সমস্যা, একিউট ফেইলিয়ার ও নেফ্রাইটিসসহ নানা কিডনি রোগে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর তথ্য অনুযায়ী, বহির্বিভাগে সেবা নিতে আসা কমপক্ষে ১৮ শতাংশ শিশুর দীর্ঘমেয়াদী কিডনি রোগ ধরা পড়ছে।

চিকিৎসকরা বলছেন, কিডনি প্রতিস্থাপন ও ডায়ালাইসিস ব্যয়বহুল হওয়ায় বেশিরভাগ রোগীর পরিবারের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

চিকিৎসকরা আরও জানাচ্ছেন, আগের তুলনায় শিশু কিডনি রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে। প্রস্রাব লাল হওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, মুখ, হাত-পা ফুলে যাওয়া এবং খিচুনি হওয়া—এসব লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২০২৪ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত একিউট গ্লোমেরুলো নেফ্রাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের মতে, এটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি।

২০২৪ সালে শিশু হাসপাতালের বহির্বিভাগে আসা ৩,৫০০ রোগীর মধ্যে ১,০৭৪ জনকে ভর্তি করতে হয়। এদের মধ্যে ৪৭৪ জনের দীর্ঘমেয়াদী কিডনি রোগ ধরা পড়ে। বিএসএমএমইউ-তেও একই চিত্র দেখা গেছে—২০২৪ সালে বহির্বিভাগে আসা ২৪ শতাংশ শিশুর কিডনি রোগ শনাক্ত হয়েছে।

চিকিৎসকরা বলছেন, বহির্বিভাগে আসা কিডনি রোগে আক্রান্ত শিশুদের মধ্যে ১৮ শতাংশ জন্মগত কিডনি সমস্যায় ভুগছে, এবং তাদের মধ্যে ২৫ শতাংশের কিডনি পুরোপুরি বিকল হয়ে গেছে।

দেশে অন্তত ৫০ লাখ শিশু কিডনি রোগে আক্রান্ত, যার মধ্যে আড়াই লাখ শিশু দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছে।

শিলা ইসলাম

×