ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ভারত নয়,বাংলাদেশীদের চিকিৎসার নতুন দ্বার উন্মুক্ত করেছে চীন

প্রকাশিত: ০৬:০৯, ১৩ মার্চ ২০২৫

ভারত নয়,বাংলাদেশীদের চিকিৎসার নতুন দ্বার উন্মুক্ত করেছে চীন

ছবি:সংগৃহীত

এতদিন বাংলাদেশীদের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রচলন ছিল, তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও কূটনৈতিক কারণে ভারতে চিকিৎসা নিতে গিয়ে ভিসা জটিলতায় পড়তে হচ্ছে বাংলাদেশীদের।

 

এ পরিস্থিতিতে চীন নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করেছে। গত সোমবার প্রথমবারের মতো ১৪ জন বাংলাদেশী রোগী চিকিৎসার জন্য চীনে রওয়ানা দিয়েছেন। 

এই উপলক্ষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন, এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। 

 

 

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের রোগীদের জন্য চীনে চিকিৎসার দরজা উন্মুক্ত করা হয়েছে। তিনি বলেন, "আমরা চাই বাংলাদেশের মানুষ উন্নত চিকিৎসা পায় এবং সুস্থ হয়ে নিজ দেশে ফিরে আসুক। চীনে বাংলাদেশী রোগীদের চিকিৎসার ব্যবস্থা বাড়ানোর জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে এবং ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে।" তিনি আরও বলেন, চাইনিজ এয়ারলাইনস বিশেষ ছাড়ে টিকেট সরবরাহ করছে এবং রোগীদের ভিসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা মেনে আবেদন করার আহ্বান জানান।

 

 

এ সময় পররাষ্ট্র সচিব এই উদ্যোগকে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং বলেন, "এটি খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার মাধ্যমে বাংলাদেশী রোগীরা এখন খুব সহজেই চীনে চিকিৎসা নিতে পারবেন।"

 

চীনে চিকিৎসার সুযোগ বাংলাদেশীদের জন্য একটি নতুন দিক উন্মুক্ত করেছে, যা তাদের চিকিৎসার মান উন্নয়ন ও ভিসা প্রক্রিয়ার সুবিধা প্রদান করবে।

আঁখি

×