
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার কালিগঞ্জে ধারাবাহিক মোটরসাইকেল চুরির ঘটনায় অবশেষে চোর ধরা পড়েছে। ১১ মার্চ সকালে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজার থেকে আব্দুর রহমানের একটি হিরো হোন্ডা এক্স স্প্লেন্ডার চুরি হয়। সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়লেও চোর শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে, গতকাল দুপুরে কালিগঞ্জ উপজেলা সদরে জনতা ব্যাংকের সামনে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয় পেশাদার চোর খলিলুর রহমান বাবু (৩৫)।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রিয়ঙ্কর মন্ডল তার মোটরসাইকেল রেখে ব্যাংকে গেলে, চোর সেটি নিয়ে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। পরে সে স্বীকার করে, শ্যামনগরের বংশীপুর গ্রামের মোহাম্মদ আলী (৪০) তার সহযোগী ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। কালিগঞ্জ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
আসিফ