
ভারতীয় চোরাই পণ্যে জব্দ
সিলেট সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্যে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ঈদকে সামনে রেখে বিপুল পণ্য চোরাইপথে আনা হয়েছিল। বুধবার (১২ মার্চ) সিলেটের গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা এসব পণ্য জব্দ করেছে বিজিবি।
অভিযানে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান জানান, তাদের একটি টহল দল গোয়াইনঘাট উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানি তিনি।
শহীদ