ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

হবিগঞ্জে সাড়ে তিন লাখ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ০১:৪৬, ১৩ মার্চ ২০২৫; আপডেট: ০১:৪৭, ১৩ মার্চ ২০২৫

হবিগঞ্জে সাড়ে তিন লাখ শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

ছবি: প্রতীকী

হবিগঞ্জ জেলায় ৩ লাখ ৫৩ হাজার ৩২৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ রত্নদীপ বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে জানান- হবিগঞ্জের ৯টি উপজেলায় আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্য প্রস্তুতি নেওয়া হয়েছে। 

ক্যাম্পেইনে জেলা সদর ও উপজেলাগুলোয় ১ হাজার ৯২৭টি টিকাদান কেন্দ্রে কাজ করার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও স্বেচ্ছাসেবীসহ মোট ৪ হাজার ৯৯৪ জন লোক প্রস্তুত রয়েছেন।

সিভিল আরও সার্জন জানান, এখানে ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ৫৮৪ জন শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১১ হাজার ৭৪১ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল  জানান- ভিটামিন এ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সকল ধরনের মৃত্যুর হার হ্রাস করে।

শহীদ

×