
ভিটামিন ‘এ’ ক্যাপসুল
বগুড়ায় পাঁচ লাখ ছয় হাজার ৩৬৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি শেষ করেছে সিভিল সার্জন অফিস। আগামী ১৫ মার্চ শনিবার সারাদেশের মতো বগুড়াতেও একযোগে এই কর্মসূচি বাস্তবায়িত হবে।
বুধবার (১২ মার্চ) দুপুরে বগুড়ার সিভিল সার্জন অফিসের হলরুমে আয়োজিত সাংবাদিকদের অবহিতকরণ সভায় ক্যাম্পেইনের সার্বিক চিত্র তুলে ধরা হয়। এ বছর বগুড়ায় ০৬-১১ মাস বয়সী ৬০ হাজার ৯৭০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৫ হাজার ৩৯৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ১২টি উপজেলায় মোট ২ হাজার ৮৬৭টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে।
সফল বাস্তবায়নের জন্য ৫ হাজার ৭৩৪ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। সাধারণ মানুষ যেন তাদের শিশুদের নির্ধারিত দিনে ক্যাম্পে নিয়ে আসেন, সে লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। এর মধ্যে রয়েছে এলাকা ভিত্তিক মাইকিং গণমাধ্যমের সহযোগিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার মসজিদের ইমামদের মাধ্যমে প্রচারণা সাংবাদিকদের অবহিতকরণ অনুষ্ঠানে বগুড়ার সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভিটামিন ‘এ’ অপুষ্টিজনিত রাতকানা রোগ প্রতিরোধসহ শিশুদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সময় মতো শিশুদের ক্যাম্পে নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।
শহীদ