
আহত
বগুড়ার নারুলি পুলিশ ফাঁড়ি এলাকায় একের পর এক ছুরিকাঘাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এসব ঘটনায় দুর্বৃত্তদের শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বুধবার (১২ মার্চ) রাতে বগুড়ার সাবগ্রাম বন্দর এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে চাচা-ভাতিজাসহ তিনজন ছুরিকাঘাতে আহত হন। জানা গেছে, ট্রাক বিক্রির টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে সম্পর্কে সমন্ধি ও ভগ্নিপতির মধ্যে তর্কাতর্কি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মুক্তার ও তার চাচা, যারা একই এলাকার চান্দোপাড়ার বাসিন্দা। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান।
সাম্প্রতিক সময়ে নারুলি পুলিশ ফাঁড়ি এলাকায় একাধিক ছুরিকাঘাত ও হত্যার ঘটনা ঘটলেও অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে পুলিশ এখনো কোনো মন্তব্য না করলেও, তদন্তের আশ্বাস দিয়েছে। তবে সাধারণ মানুষের অভিযোগ, অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে।
এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা করছেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা আরও বাড়তে পারে।
শহীদ