ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

জলঢাকায় বিএনপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ০০:৫৯, ১৩ মার্চ ২০২৫

জলঢাকায় বিএনপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ

জলঢাকায় বিএনপি শাস্তির দাবিতে বিক্ষোভ

জলঢাকায় ঈদের বিশেষ ভিজিএফ চালের স্লিপ ভাগাভাগিকে কেন্দ্র করে এক বিএনপির নেতার বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগ এনে তার শাস্তির দাবিতে বিক্ষোভ  মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে বালাগ্রাম ইউপি সদস্যরা।
বুধবার দুপুরে বালাগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কহিনুর বেগমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা, মাহমুদা বেগম, ইউপি সদস্য মোশফেকুর রহমান ফিকু, আব্দুর রশীদ হিলু, মোসলেম উদ্দিন ও তারেক রহমান প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফিরোজুল হক ওরফে সেবু চৌধুরী, তাঁতীদল নেতা ফজলুল হক ফজু এবং স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মুহিতসহ আরও ৫০/৬০ জন দলবদ্ধ হয়ে ১১ মার্চ বালাগ্রাম ইউনিয়ন পরিষদে এসে ঈদের ভিজিএফের চালের ৫০০ কার্ডের দাবি করে। এ সময় প্যানেল চেয়ারম্যান দিতে অস্বীকার করলে তারা অতর্কিত হামলা চালায়। বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

×