
জলঢাকায় বিএনপি শাস্তির দাবিতে বিক্ষোভ
জলঢাকায় ঈদের বিশেষ ভিজিএফ চালের স্লিপ ভাগাভাগিকে কেন্দ্র করে এক বিএনপির নেতার বিরুদ্ধে অতর্কিত হামলার অভিযোগ এনে তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে বালাগ্রাম ইউপি সদস্যরা।
বুধবার দুপুরে বালাগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কহিনুর বেগমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা, মাহমুদা বেগম, ইউপি সদস্য মোশফেকুর রহমান ফিকু, আব্দুর রশীদ হিলু, মোসলেম উদ্দিন ও তারেক রহমান প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফিরোজুল হক ওরফে সেবু চৌধুরী, তাঁতীদল নেতা ফজলুল হক ফজু এবং স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মুহিতসহ আরও ৫০/৬০ জন দলবদ্ধ হয়ে ১১ মার্চ বালাগ্রাম ইউনিয়ন পরিষদে এসে ঈদের ভিজিএফের চালের ৫০০ কার্ডের দাবি করে। এ সময় প্যানেল চেয়ারম্যান দিতে অস্বীকার করলে তারা অতর্কিত হামলা চালায়। বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।