
গ্রেফতারকৃত মোঃ রাশেদ ওরফে রাকেশ মিয়া
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত রিফাত হত্যাকাণ্ডের আসামি চাঁদাবাজ মোঃ রাশেদ ওরফে রাকেশ মিয়াকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
পুলিশ জানান, বুধবার (১২ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরীর নেতৃত্বে এসআই মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দাউদকান্দি পৌর সদরের সাহাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মোঃ রাশেদ ওরফে রাকেশ মিয়া (৩৬) দাউদকান্দি পৌর সদরের সবজিকান্দি গ্রামের মৃত মতি মিয়া মেম্বারের ছেলে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত রিফাত হত্যাকাণ্ডের ২৫ নং এজাহার ভুক্ত আসামি তার বিরুদ্ধে মডেল থানায় খুন, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি ও মাদক মামলাসহ ১০টি মামলা রয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
শহীদ