ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

টাকা নিয়েও রেজিস্ট্রেশন করেননি শিক্ষক, বিপাকে শিক্ষার্থী  

নিজস্ব সংবাদদাতা, বাউফল,পটুয়াখালী।।

প্রকাশিত: ২২:৫৯, ১২ মার্চ ২০২৫

টাকা নিয়েও রেজিস্ট্রেশন করেননি শিক্ষক, বিপাকে শিক্ষার্থী  

বাউফলের উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসার মাসুমা বেগম নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর কাছ থেকে ২৩-২৪ সেশনের রেজিস্ট্রেশন ফি জমা নেয়ার  পরেও ওই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন  করা হয়নি।এরফলে তার এসএসসি পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত  হয়ে পরেছে।

আজ বুধবার (১২মার্চ) ওই শিক্ষার্থীর মা  মাহফুজা বেগম উপজেলা নির্বাহী অফিসারের  (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। ওই মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত সুপার মোঃ মাসুম বিল্লাহ ও জুনিয়র মৌলভী আইয়ুব আলীর অবহেলার কারণে রেজিস্ট্রেশন হয়নি দাবি ওই শিক্ষার্থীর অভিভাবকের। 

ভুক্তভোগী পরিবার জানায় জানায়, উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসার জুনিয়র মৌলভী আইয়ুব আলী ওই শিক্ষার্থী কাছ থেকে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি গ্রহণ করলেও তা সংশ্লিষ্ট বোর্ড বা কর্তৃপক্ষের কাছে জমা দেননি। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর ওই শিক্ষার্থী বোর্ড থেকে রেজিস্ট্রেশন না হওয়ার বিষয়টি জানতে পারেন। এতে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।  

শিক্ষার্থী মাসুমা বেগম বলেন, পরিবারের সবার অমতে মায়ের সাপোর্টে অনেক কষ্টে পড়াশুনা চালিয়ে গেছি।তাদের টাকা লাগবে তারা বলতেন। এভাবে আমার শিক্ষাজীবন কেনো হুমকির মুখে ফেললেন তারা?অভিযোগ অস্বীকার করে শিক্ষক আইয়ুব আলী বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।এ কাজের দায়িত্ব আমার না। পরে দেখা করে সামনাসামনি এ বিষয়ে কথা বলবো।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন,অভিযোগ খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে ।

আফরোজা

×