
রাজশাহীতে অটোরিকশায় উঠে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর সামনে অশোভন আচরণের অভিযোগে মো. রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার নওগাঁর মান্দা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে। রানা রাজশাহী নগরের কেশবপুর এলাকার বাসিন্দা।
বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গোয়েন্দা পুলিশ রানাকে নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। অতীতেও তিনি এ ধরনের কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।