ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিএনপি নেতার বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ২০:৩০, ১২ মার্চ ২০২৫

বিএনপি নেতার বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার

বাউফলের দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর আকনের বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে দাসপাড়া ইউনিয়নের ইলিশের পুল এলাকার আকন বাড়ি থেকে টিসিবির পণ্যগুলো উদ্ধার করা হয়। অবশ্য মজিবর আকন অনিয়মের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার এক আত্মীয় আমার বাড়িতে এসব পণ্য রেখেছেন। বাউফলের উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, তদন্ত করে এ বিষয়ে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×