
প্রাণ-আরএফএল কর্তৃক রাজশাহী টেক্সটাইল মিলসের শতাধিক বৃক্ষ হত্যা ও পুকুর ভরাট বন্ধ এবং বাগমারায় পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘ফ্যাসিবাদবিরোধী সংগঠন জুলাই-৩৬ পরিষদ’ বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি যৌথভাবে এ কর্মসূচি পালন করে। পরে একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। ‘জুলাই-৩৬ পরিষদের মুখ্য সংগঠক ফয়সাল আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী। বক্তারা বলেন, রাজশাহীতে নির্বিচারে বৃক্ষনিধন ও পুকুর ভরাটের পাশাপাশি গ্রামাঞ্চলে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব চলছে। গত বছরের নভেম্বরে লিজ নিয়ে রাজশাহী টেক্সটাইল মিলসে প্রাণ-আরএফএল গ্রুপ প্রায় তিন শতাধিক বৃক্ষ নিধন করেছে এবং টেক্সটাইল মিলের ভেতরে অবস্থিত পুকুর ভরাট করেছে। অন্যদিকে, রাজশাহীর বিভিন্ন উপজেলায় কৃষি জমিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে পুকুর খনন চলছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের খোর্দ্দকৌর মৌজার নিমাই বিল। সেখানে কৃষি জমিতে রাতের অন্ধকারে পুকুর কাটছে স্থানীয় ভূমিদস্যুরা। এতে কৃষকের ধানক্ষেত নষ্ট করেছে। প্রতিবাদ করায় তারা জমির মালিকদের প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি তাদের ফসলের সেচের পানি বন্ধ করে দেন। এসবের প্রতিকার দাবি করেন বক্তারা। কর্মসূচিতে বক্তব্য রাখেন, জুলাই-৩৬ পরিষদের উপদেষ্টা তৌফিক পারভেজ এলাহী, আইনজীবী হোসেন আলী পিয়ারা, জুলাই-৩৬ পরিষদের সদস্য সচিব আসাদুজ্জামান জুয়েল, পারিবেশ আইন গবেষক শহিদুল ইসলাম, সবুজ সংহতি রাজশাহীর সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক, ভুক্তভোগী ঈশিতা ইয়াসমিন ও মো. আমজাদ হোসেনসহ প্রমুখ।