ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

গোপালগঞ্জে ডিসি ইকো পার্ক নির্মাণের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল

প্রকাশিত: ২০:১৭, ১২ মার্চ ২০২৫

গোপালগঞ্জে ডিসি ইকো পার্ক নির্মাণের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নড়াইলের  লোহাগড়ার মধুমতী নদী সংলগ্ন চর কালনা গ্রামে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার  বেলা ১২টায় চর-কালনা এলাকাবাসীর উদ্যোগে টি চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সহস্রাধিক নারী-পুরুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল শুরু হয়।  মিছিল  থেকে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন  স্লোগান  দেওয়া হয়। পরে মিছিলটি মধুমতী  সেতু এলাকা প্রদক্ষিণ করে।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক  হেমায়েত  হোসেন, শিক্ষক মফিজুর রহমান, সুমন রহমান, ওলিয়ার রহমান,  মোল্যা রুহুল আমীন, ইদ্রিস আলীসহ প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  শেষে  চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশিষ্ট সমাজসেবক  হেমায়েত  হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন,  গোপালগঞ্জ  জেলা প্রশাসনের উদ্যোগে  লোহাগড়ার মধুমতী নদীর  পশ্চিমপাড়ে তিন ফসলি জমিতে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছেন, যা জনস্বার্থের পরিপন্থি। দু’শতাধিক কৃষি পরিবারকে উচ্ছেদ করে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক নির্মাণ করতে  দেওয়া হবে না। এ জন্য এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু সহযোগিতা কামনা করেছেন।

×