
ছবি: সংগৃহীত
রমজানের শুরু থেকে বিক্রি বেড়েছে প্রযুক্তিপণ্যের। ক্রেতাদের বিশেষ নজর স্মার্টওয়াচ ও নতুন ফিচারের মোবাইল ফোনের দিকে।
ইদে সবকিছুতেই চাই নতুনত্বের ছোঁয়া। পোশাকের পাশাপাশি উৎসবের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার জন্য নতুন স্মার্টফোনের চাহিদাও বেড়েছে। রমজানের শুরু থেকে ইদ উপলক্ষে ক্রেতাদের বিভিন্ন চাহিদা লখহক করা যাচ্ছে।
চাহিদা বেড়েছে স্মার্টওয়াচ, ইয়ারবাড আর পোর্টেবল স্পিকারের। ভ্রমণপিপাসুদের আগ্রহে রয়েছে পাওয়ার ব্যাংকও। ব্লুটুথ কোডলেস হেডফোন করে অনেক বেশি জনপ্রিয় হয়েছে এবার।
আধুনিক ফোল্ডিং ল্যাপটপ বিক্রিও বেশি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এছাড়া হাই-এন্ড ইয়ারবাডস, স্মার্টওয়াচ সিমসহ অ্যান্ড্রয়েড ওভারহেড হেডফোন,পাওয়ার ব্যাংকও বেশ বিক্রি হচ্ছে।
এদিকে, ক্রেতাদের আকৃষ্ট করতে এসব পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো দিচ্ছে মূল্যছাড়সহ বিভিন্ন অফার।
ল্যাপটপ, ডেস্কটপ এবং পিসির ওপরও ছাড় রয়েছে। আপনার একটা ইয়ারবাড থেকে শুরু করে সবকিছুতেই এখন আলাদা আলাদা ডিসকাউন্ট আছে। সাথে কুপন ও বিভিন্ন ধরনের ভাউচার অফারও থাকছে।
শিলা ইসলাম