ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

প্রতিদিন ২০০ জনকে ফ্রি ইফতার-সেহরি করান রফিক

প্রকাশিত: ১৬:৩৯, ১২ মার্চ ২০২৫

প্রতিদিন ২০০ জনকে ফ্রি ইফতার-সেহরি করান রফিক

ছবি: সংগৃহীত।

প্রতি বছর রমজান মাসে হোটেল মালিক রফিকুল ইসলাম রফিক এক মানবিক উদ্যোগের মাধ্যমে দেশের অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে সেহরি ও ইফতার খাওয়ানোর ব্যবস্থা করে থাকেন। গত নয় বছর ধরে তিনি এই কাজটি করছেন এবং এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তৃপ্তি পান।

রফিক বলেন, "এটা আমার কর্তব্য, এবং আমি খুশি যে, মানুষের মুখে হাসি ফুটাতে পারছি। একদিকে ব্যবসা, আর অন্যদিকে মানুষের জন্য কিছু করার সুযোগ—এটাই আমার আসল পুরস্কার।" প্রতি বছর রমজান মাসে তার হোটেলে সেহরি ও ইফতারী খেতে আসেন শত শত মানুষ, বিশেষ করে যারা যাত্রার পথে বা যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের জন্য এটি এক আশীর্বাদ।

এ বছর, রফিকের হোটেলে প্রতিদিন সেহরিতে থাকছে গরুর মাংস, মাছ, আলু, ডিম ভাজি, বেগুন ভাজি, ছোট মাছের ভাজি, এবং গরুর দুধ। ইফতারিতে থাকে মাংসের বিরিয়ানি, ছোলা, বুট, বুন্দা, পিয়াজু, বেগুনি, এবং এক গ্লাস শরবত। হোটেলের কর্মচারীরা সেহরি ও ইফতার প্রস্তুত করতে একযোগে কাজ করে, এবং এই পুরো প্রক্রিয়া বিনামূল্যে পরিচালিত হয়।

রফিকের এই মানবিক উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে অনেকেই বলেন, "আগে আমার খাবার ব্যবস্থা করতে অনেক সমস্যা হতো, কিন্তু রফিক ভাইয়ের হোটেলে এসে শান্তিতে খাবার খেতে পারি।" তার হোটেলের কর্মচারীরা বলেন, "আমরা এখানে কাজ করি বিনা পারিশ্রমিকে, কিন্তু আমাদের মন শান্ত থাকে। রমজান মাসে মানুষের জন্য কিছু করতে পারা অনেক আনন্দের বিষয়।"

এছাড়া, রফিকের এই উদ্যোগে সহায়তা করেছেন স্থানীয় প্রশাসনও। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন, "রফিকের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রতি বছর রমজান মাসে অসহায় মানুষদের বিনামূল্যে খাবার দেওয়া তার মহান উদ্যোগের প্রমাণ।"

অসুস্থ রোজাদাররা, হাসপাতাল ভর্তি রোগীরা, বাস স্ট্যান্ডে যাত্রীরা, শ্রমিকরা—সবাই রফিকের হোটেলে এসে সেহরি ও ইফতার খেতে পারেন, এবং তাদের জন্য এটাই এক আশীর্বাদ। রফিকের মতে, "এটা আল্লাহর ইচ্ছা, আমি যতদিন বেঁচে আছি, মানুষের জন্য এই সেবা চালিয়ে যেতে চাই।"

রফিকের উদ্যোগ শুধু মানুষের জন্যই নয়, তার এই মানবিক কাজ সমাজে সহমর্মিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়।        

নুসরাত

×