ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

যেভাবে তৈরী হচ্ছে বিশ্বমানের শ্যাম্পু

প্রকাশিত: ১১:০১, ১২ মার্চ ২০২৫

যেভাবে তৈরী হচ্ছে বিশ্বমানের শ্যাম্পু

ছবি:সংগৃহীত

অভিজাত দোকান ও মফস্বল এলাকা—সব জায়গায় জনপ্রিয় আন্তর্জাতিক শ্যাম্পু ব্র্যান্ডের পণ্য পাওয়া যায়, তবে ভোক্তাদের অনেকেই জানেন না যে এই সব শ্যাম্পু তৈরি হচ্ছে ঢাকা শহরের চকবাজারের চিলেকোঠায়।

 

 

এই পণ্যগুলোর উৎপাদনকারীরা অবৈধভাবে বড় পাতিলে গ্লিসারিন, লবণ, সাদা পাওডার ও সুগন্ধি মিশিয়ে তৈরি করেন শ্যাম্পু, যা পরে নামী ব্র্যান্ডের লোগো ও স্টিকার লাগিয়ে বাজারে বিক্রি করা হয়। বিশেষত ঈদুল ফিতরকে কেন্দ্র করে উৎপাদন বাড়ানোর জন্য অনেকেই ক্ষতিকর কেমিক্যাল ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে শ্যাম্পু তৈরি করছেন।

 

 

ব্র্যান্ডেড শ্যাম্পুর খালি কৌটাগুলোর মধ্যে এই অসাধু উপকরণ মিশিয়ে তৈরি করা হয় হুবহু বিদেশি শ্যাম্পুর মতো পণ্য। এই প্রক্রিয়ায় ব্যবহৃত নিম্নমানের বাংলা লবণ এবং নানা কেমিক্যালের কারণে ভোক্তারা অজান্তেই এসব শ্যাম্পু ব্যবহার করছেন। বিদেশে গেলেই এসব পণ্য বিদেশি ব্র্যান্ড হিসেবে পরিচিত হয়ে ওঠে। এর ফলে, শুধু প্রতারণা নয়, এসব শ্যাম্পু ব্যবহারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। 

 

 

অতএব, ভোক্তাদের সচেতন হতে হবে এবং এসব শ্যাম্পু থেকে দূরে থাকতে হবে, যাতে তারা স্বাস্থ্যগত ক্ষতির সম্মুখীন না হন।

আঁখি

×