ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে উপরে ফেলা হলো কৃষকের ১০ লক্ষ টাকার ফসল

প্রকাশিত: ০৫:৩৩, ১২ মার্চ ২০২৫; আপডেট: ০৫:৩৭, ১২ মার্চ ২০২৫

পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে উপরে ফেলা হলো কৃষকের ১০ লক্ষ  টাকার ফসল

ছবি:সংগৃহীত

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সাগুলি গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রায় ১০ লক্ষ টাকার চিচিঙ্গা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

 

 

 

এতে মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। ভুক্তভোগী কৃষক আল কারী জানান, গত ৯ মার্চ রাতে তার জমির সবগুলো চিচিঙ্গা গাছ উপড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। একই গ্রামের আরেক কৃষক হিরা মিয়ার ক্ষেতেও একই ঘটনা ঘটে। তার জমি থেকেও গাছ উপড়ে ফেলা হয়।

 

 

 

স্থানীয়রা জানান, বেশ কয়েকজন কৃষকের ক্ষেতেও এমন ঘটনা ঘটেছে, তবে কাউকেই শনাক্ত করতে পারেননি তারা।

 

 

এমন অবস্থায় গ্রামবাসী ও জন প্রতিনিধিরা পুলিশ প্রশাসনের সহায়তা চান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুব মুর্শেদ। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আঁখি

×