ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

"শাহবাগকে ফিরিয়ে নোংরা খেলা যারা খেলতে চায়, মুক্তিকামী জনতা তাদের সেই সুযোগ দিবে না"

প্রকাশিত: ০৩:৫০, ১২ মার্চ ২০২৫; আপডেট: ০৩:৫০, ১২ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

দেশের রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, রাজনৈতিক প্রাসঙ্গিকতা অর্জনের জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, যা জনগণ আর গ্রহণ করবে না।

তার স্ট্যাটাসে তিনি লেখেন, "রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করার জন্য যারা পিছনের দরজা দিয়ে খেলতে চায়, ইচ্ছাকরেই প্রতিনিয়ত গ্যাঞ্জাম বাঁধাইতে চায়, ঘোলাটে পরিবেশ তৈরি করতে চায়, শেষমেশ পেরে না উঠে শাহবাগকে ফিরিয়ে আনার মতো নোংরা খেলা খেলতে চায়, তাদেরকে দেশের মুক্তিকামী জনতা সেই সুযোগ আর দিবে না। নোংরা খেলা আর বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না।"

তিনি আরও বলেন, "পায়ে পাড়া দিয়ে রাজনীতিতে প্রাসঙ্গিক হতেই হবে, অবস্থান তৈরি করতেই হবে, এমন সিদ্ধান্ত থেকে আপনারা ফিরে আসুন। অন্যথায় আমও যাবে ছালাও যাবে। মানুষের পালস্ বুঝে, বাস্তবতার আলোকে মানুষের জন্য রাজনীতি করুন, মানুষ-ই আপনাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিবে।"

বিশ্লেষকরা বলছেন, দেশের জনগণ এখন অনেক বেশি সচেতন এবং তারা বিশৃঙ্খল রাজনীতি প্রত্যাখ্যান করেছে। এমন পরিস্থিতিতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন কোনো অস্থিরতা তৈরির চেষ্টা সফল হবে না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আসিফ

×