ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

গণজাগরণ মঞ্চের লাকিকে গ্রেপ্তারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০১:৩৩, ১২ মার্চ ২০২৫

গণজাগরণ মঞ্চের লাকিকে গ্রেপ্তারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও গণজাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক লাকি আক্তারের কার্যক্রমকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে বিক্ষোভ শুরু হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে গ্রেপ্তারের দাবিও উঠেছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৭১ হলের সামনে সাধারণ শিক্ষার্থীরা ২০১৩ সালের গণজাগরণ মঞ্চ এবং শাহবাগ আন্দোলনের বিরোধিতা করে স্লোগান দিতে থাকেন। ধীরে ধীরে অন্যান্য হল থেকেও শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসি এলাকায় জমায়েত হন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, "শাহবাগীদের বিচার চাই, দেশবিরোধীদের ঠাঁই নাই", "শাহবাগের সময় শেষ, বিচার চায় বাংলাদেশ" ইত্যাদি নানা স্লোগান দিতে থাকেন।

এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে বলা হয়, "গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আর শাহবাগ হতে দেবো না, ইনশাআল্লাহ। জান দেবো, জুলাই দেবো না!"

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অনেকে দাবি তুলেছেন, গণজাগরণ মঞ্চের লাকি আক্তারকে দ্রুত গ্রেপ্তার করা হোক। ঢাবির বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকায় শিক্ষার্থীরা দ্রুত তার বিচারের দাবি জানাচ্ছেন।

সূত্র : https://www.facebook.com/share/v/18ML5fV9tz/

আসিফ

×