ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

হালদায় অভিযানে ৬ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ০০:২৭, ১২ মার্চ ২০২৫

হালদায় অভিযানে ৬ হাজার মিটার জাল জব্দ

হালদা নদীতে অভিযান

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে ৬ হাজার ৭'শ মিটার জাল জব্দ করেছে হাটহাজারী প্রশাসন।

মঙ্গলবার (১১ মার্চ) হালদা পাড়ের রামদাস মুন্সির হাট থেকে সত্তারঘাট হয়ে মেখল ইট ভাটি এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। উপজেলা  মৎস্য দপ্তর  হাটহাজারী ও হালদা অস্থায়ী ফাঁড়ির নৌ পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত অবৈধ জালসমূহ নৌ-পুলিশের হেফাজতে  রাখা হয়। 

আটককৃত জালের আনুমানিক মুল্য প্রায় ২ লক্ষ ১৭ হাজার টাকা। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

শহীদ

×