ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সোনারগাঁ সংবাদদাতা, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:৫০, ১১ মার্চ ২০২৫

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছবি: জনকণ্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আষারিয়ারচর ব্রিজের ওপর মালবাহী লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম তানভির হাসান মজুমদার (২৫)। তিনি কুমিল্লার কোতোয়ালি থানার টমসম ব্রিজ এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানভির ও তার বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে কুমিল্লার টমসম ব্রিজ এলাকায় নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে মালবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলেই তানভিরের মৃত্যু হয়। তার বন্ধু ফয়সাল মিয়া আহত হন এবং তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু অনার্স পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

সায়মা ইসলাম

×