ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

গফরগাঁওয়ে মাদকাসক্তের হামলায় যুবকের মৃত্যু    

নিজস্বসংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ।। 

প্রকাশিত: ২৩:৪৯, ১১ মার্চ ২০২৫

গফরগাঁওয়ে মাদকাসক্তের হামলায় যুবকের মৃত্যু    

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদকাসক্ত যুবকের হামলায় ইমরান মিয়া (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পৌরসভার চর শিলাসী কড়ইতলা আশ্রয়ন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমরান শিলাসী কড়ইতলা আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা । এক বছর আগে সে স্ত্রী সাবিনা আক্তার (২২)কে নিয়ে এখানে বসবাস শুরু করে। অভিযুক্ত মাদকাসক্ত সানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি রোগ নির্ণয় কেন্দ্রের কর্মচারি।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে কড়ইতলা আশ্রয়ন কেন্দ্রের সামনে মাদকসেবী সানি মোটর সাইকেলে বসে ইয়াবা সেবন করে স্থানীয়দের গালাগাল করছিল। এসময় ইমরান প্রতিবাদ করলে সানী ক্ষিপ্ত হয়ে মোটর সাইকেল থেকে ধাতব কিছু হাতে নিয়ে ইমরানের কাছে পাওনা টাকা দাবী করে কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে সানী ইমরানর মাথাসহ তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি পিটাতে থাকে।

এলাকাবাসী এগিয়ে এলে সানি মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে অটো রিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেও সানী ও তার লোকজন তাকে মারধর করে জরুরী বিভাগে চিকিৎসা সেবা দিতে বাধা দেয়। পরে ইমরানের পরিবারের লোকজন ভাড়া একটি মাইক্রোবাসে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যার দিক মারা যায়। ইমরানের বোন চম্পা (৩৮), ভাগ্নে তুহীন (২০) জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আবারো মারধর না করলে হয়তো ইমরানকে বাঁচানো যেত।

আফরোজা

×