
টঙ্গীর দত্তপাড়ার বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডে দুই মাসের বকেয়া বেতন পরিশোধ দাবির ঘটনায় কারখানা বন্ধের নোটিশের প্রতিবাদে মঙ্গলবার সকাল নটার দিকে কারখানার হাজার খানেক শ্রমিক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে।
ফলে ঢাকা টঙ্গী গাজীপুর টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কসহ উত্তরবঙের ৩০ টি রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে রাস্তার দু'দিকে আটকা পড়েছে। রাস্তার দুদিকে উত্তর দক্ষিণে ১০ কিলোমিটার পর্যন্ত যানবাহনের লাইন পড়ে গেছে। দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী সাধারণ।
কারখানা সূত্র বলছে, আজ মঙ্গলবার( ১১ মার্চ) সকাল নটার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও সরকারী সূত্র জানায়, গতকাল কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে রাখে। কর্তৃপক্ষ বার বার অনুরোধ করলেও তারা আর কাজে যোগদান করেননি। এ পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘোষণা দেন।
আজ মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখতে পান কারখানার গেটে কারখানায় বন্ধের নোটিশ টানানো হয়েছে। নোটিশ দেখে শ্রমিকেরা টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জনকন্ঠকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
শ্রমিকদের দাবি, তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে, যা পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় তারা সড়ক অবরোধে নেমেছেন। বেলা ১১ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পুরোপুরি বন্ধ ছিল। আইন শৃঙ্খলা বাহিনী, শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।
নুসরাত