ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

​​​​​​​মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ১২:৪৩, ১১ মার্চ ২০২৫; আপডেট: ১২:৪৪, ১১ মার্চ ২০২৫

​​​​​​​মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীকে কুপিয়ে জখম

ছবি সংগৃহীত

জমি সংক্রান্ত বিরোধের জেরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী মফিজ আকনকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সোমবার (১০ মার্চ) রাতে মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনার পর থেকে অভিযুক্ত একই এলাকার নাসিম আকনসহ অন্যরা পলাতক রয়েছে।

থানায় লিখিত অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে সম্প্রীতি সমবায় সমিতি নামে একটি সংস্থার জায়গা নিয়ে নাসিম আকন ও নয়ন আকনের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি আদালতে গড়ালে পরবর্তীতে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। নয়ন আকনের পক্ষ মামলা প্রত্যাহার করলেও নাসিম আকন তা করেননি, ফলে বিরোধ চলতে থাকে।

গত ৯ মার্চ রাতে নয়ন আকনের ভগ্নিপতি সিঙ্গাপুর প্রবাসী মফিজ আকন নগদ তিন লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। চরগোবিন্দপুরের আবু সিপাইয়ের বাড়ির সামনে পৌঁছালে পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের মতে, তার মাথা ও শরীরের একাধিক স্থানে গুরুতর জখম হয়েছে।

এ বিষয়ে নয়ন আকন বলেন, "আমার ভগ্নিপতির ওপর নাসিম আকন, শাহাদাত আকন, রিফাত আকন, ফাহাদ আকনসহ ৮ থেকে ১০ জন হামলা চালিয়েছে। তারা নগদ তিন লাখ টাকা, এক ভরি স্বর্ণ, মোবাইল ফোন লুট করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।"

ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি, ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন, "বিষয়টি লিখিতভাবে পেয়েছি। তদন্ত করে মামলা হিসেবে গ্রহণ করা হবে। যদি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে তাদের গ্রেপ্তার করা হবে।"

আশিক

×