ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সাভারে বিদ্যুৎ উপকেন্দ্রের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ১২:৩৯, ১১ মার্চ ২০২৫

সাভারে বিদ্যুৎ উপকেন্দ্রের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

সাভারে আমিনবাজার বিদ্যুত উপকেন্দ্রে সুপার গ্রিডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ সংলগ্ন সাভারের চানপুর এলাকায় অবস্থিত পাওয়ার গ্রিডের এই বিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ গোলাম কাউসার তালুকদার বলেন, সকাল ৭টার দিকে আমিনবাজার সুপার গ্রিডে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় সাভার ও আশুলিয়ার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। পরে ধামরাই থেকে বিকল্পভাবে বিদ্যুৎ এনে সাভারের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, এই গ্রিড থেকে প্রতিদিন ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। যার মধ্যে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১ ব্যবহার করে ৩০ মেগাওয়াট আর ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ ব্যবহার করে ১২০ মেগাওয়াট। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রাজু

×