ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

গোপালগঞ্জে ৫ মাসে ২৫ টি ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষক ও গ্রাহক

প্রকাশিত: ১০:৩৮, ১১ মার্চ ২০২৫

গোপালগঞ্জে ৫ মাসে ২৫ টি ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষক ও গ্রাহক

ছবি: সংগৃহীত

গত ৫ ফেব্রুয়ারি গভীর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশের ইন্ট্রোকো রিফুয়েলিং স্টেশনের নিরাপত্তা কর্মীকে আটকে, রুমে বেঁধে পল্লি বিদ্যুতের দুটি ট্রান্সফরমার লুট করে নেয় সংঘবদ্ধ একটি চক্র।

শুধু পোনা গ্রামই নয়, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ মাসে উপজেলার কয়েকটি গ্রামের অন্তত ১৮ লক্ষ টাকা মূল্যের ২৫ টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এসব ট্রান্সফরমার চুরি হওয়ায় বিদ্যুৎহীন থাকতে হয়েছে গ্রাহকদের। এতে চরম ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহকরা।

শুধু গ্রাহক পর্যায়েই নয়, চুরি হচ্ছে মাঠের ট্রান্সফরমারও। ট্রান্সফরমারের মধ্যে থাকা তামার তার ভালো দামে বিক্রি হওয়ায় এসব ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। সেচ কাজে ব্যবহৃত এসব ট্রান্সফরমার চুরি হওয়ায় সময়মতো জমিতে সেচ দিতে পারছে না কৃষকরা। ফলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার কৃষকরা।

প্রতিটি ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হলেও কোনো চোর গ্রেফতার হয়নি।

এ বিষয়ে মোঃ জুলফিকার রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার, পল্লী বিদ্যুৎ সমিতি, গোপালগঞ্জ বলেন, "প্রতিটি ট্রান্সফরমার পাহারা দেওয়া সম্ভব নয়। যার ব্যবহারের জন্য স্থাপন করা হয়েছে তাদের ও সচেতন থাকতে হবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকায় দুস্কৃতিকারীরাও এ সুযোগ নিচ্ছে"।

গ্রাহকদের ভোগান্তি কমাতে ট্রান্সফরমার চুরি রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিবে পল্লী বিদ্যুৎ সমিতি ও প্রশাসন এমনটাই প্রত্যাশা গ্রাহকদের।

সুত্র: https://youtu.be/6p0GbhdSASo?si=06LC13qDL4wOGbmo

মায়মুনা

×