ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

পায়ুপথ দিয়েও বন্দীরা মোবাইল নিয়ে যাচ্ছে : কারা মহাপরিদর্শক

প্রকাশিত: ০৮:৩৪, ১১ মার্চ ২০২৫

পায়ুপথ দিয়েও বন্দীরা মোবাইল নিয়ে যাচ্ছে : কারা মহাপরিদর্শক

ছবি:সংগৃহীত

কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন এনডিসি জানিয়েছেন, বর্তমানে ৭০০-এর অধিক বন্দী পলাতক অবস্থায় রয়েছে এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করতে সক্ষম হয়নি। তিনি আরও জানান, জঙ্গি ও বিশেষ বন্দীদের মধ্যে ৭০ জনের মধ্যে ১ জন গ্রেফতার হয়েছে, বাকি ৬৯ জন এখনও পলাতক রয়েছেন। 

 

 

 

মোবাইল ফোন সম্পর্কিত অভিযোগের বিষয়ে তিনি বলেন, "আপনারা যে মোবাইল ফোনটি দেখছেন, তা খুবই ছোট। আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছি, তবে অনেক সময় আমরা পেয়েছি যে, বন্দীরা নিজের শরীরের ভিতরে মোবাইল ফোন নিয়ে আসে। বডি স্কেনার অথবা পায়ু পথে মোবাইল ফোন নিয়ে আসা হয়, যা শনাক্ত করতে অনেক কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়।" 

 

 

এছাড়া, তিনি অনুরোধ করেছেন যে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অবৈধ মোবাইল ফোনের বাজার বন্ধ করে দেয় এবং এই ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।

আঁখি

×