
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক শিশু ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য গ্রাম্য সালিশে অভিযুক্ত ধর্ষককে দেড় লাখ টাকা জরিমানা করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরো এলাকায় হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত সিএনজিচালক ফিরোজ মিয়া (৪৫) উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের নওশের মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি শিশুটি ধর্ষণের শিকার হলে ঘটনার এক সপ্তাহ পর স্থানীয় মাতব্বররা সালিশ আয়োজন করেন। সালিশে ফিরোজ মিয়াকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়, কিন্তু সেই জরিমানা থেকে এখনো ৫৮ হাজার টাকা বাকি রয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী শিশু এবং তার পরিবারের সদস্যরা প্রথমে ভয় পেয়ে কিছু বলেননি, তবে পরে পুরো বিষয়টি প্রকাশ পায়। শিশুটি পুলিশকে জানায়, ফিরোজ মিয়া তাকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি কাউকে না বলার হুমকি দিয়েছিল এবং মোবাইলে ধর্ষণের দৃশ্য ধারণ করে ছড়িয়ে দেওয়ারও ভয় দেখানো হয়েছিল।
এ বিষয়ে মির্জাপুর থানার পুলিশ জানায়, ঘটনার পর শিশুটির মাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ফিরোজ মিয়াকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
আসিফ