
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে আজ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ পরিবার এবং আহতদের নিয়ে এক ইফতার অনুষ্ঠানে আবেগপূর্ণ বক্তব্য দিয়েছেন শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘‘আমার সন্তান হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।’’
শাহিনা বেগম তার সন্তান সজ্জাদ হোসেন সজলের নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, ‘‘আমার ছেলেকে মেরে লাশ ভ্যানে স্তূপ করে রেখে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এ হত্যাকাণ্ড আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি সব জায়গায় গিয়ে বিচার চাইব, বসে থাকব না।’’
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই মুহূর্তে বিচার ও সংস্কারের গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, ‘‘সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের নিরাপত্তা ও বিচার নিশ্চিত করতে হবে, না হলে আমরা জবাবদিহি করব।’’
শহীদ জাবির ইবরাহীমের বাবা নওশের আলী বলেন, ‘‘বিচারের আগে কোনো নির্বাচনের প্রশ্ন উঠবে না। আগে বিচার হবে, তারপর সংস্কার আসবে। আমরা আর ২৪, ৯০, একাত্তরের রক্তক্ষরণ চাই না।’’
এনসিপির নেতারা পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে বলেন, ‘‘যতদিন না শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার হবে, ততদিন নির্বাচন হবে না।’’
সংগঠনের সদস্যরা আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার দাবি করেন, এবং ঘোষণা দেন, ‘‘যতদিন না এই খুনির বিচার হবে, আমরা রাজপথে থাকব।’’
এনসিপির নেতৃবৃন্দ শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার অঙ্গীকার করেন এবং এই আন্দোলনকে আরও তীব্র করার ঘোষণা দেন।
আসিফ