
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য নূরুল হাসান তপু শপথ গ্রহণ করেছে। সোমবার (১০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম এ শপথ বাক্য পাঠ করান।
নূরুল হাসান তপু ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অংশ নিলে ১ ভোটে তাকে পরাজিত দেখিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসলাম উদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে তিনি এ ঘটনায় আদালতে মামলা দায়ের করলে বিচারক ভোট পুনঃগননার আদেশ দেন। পরে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর উভয়পক্ষের উপস্থিতিতে ভোট গণনা করে তপুকে ৫৩৩ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।
রিফাত