ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

নির্বাচনের ৩ বছর পর ইউপি সদস্যের শপথ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ।

প্রকাশিত: ০২:০৫, ১১ মার্চ ২০২৫

নির্বাচনের ৩ বছর পর ইউপি সদস্যের শপথ

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য নূরুল হাসান তপু শপথ গ্রহণ করেছে। সোমবার (১০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম এ শপথ বাক্য পাঠ করান।


নূরুল হাসান তপু ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অংশ নিলে ১ ভোটে তাকে পরাজিত দেখিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসলাম উদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে তিনি এ ঘটনায় আদালতে মামলা দায়ের করলে বিচারক ভোট পুনঃগননার আদেশ দেন। পরে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর উভয়পক্ষের উপস্থিতিতে ভোট গণনা করে তপুকে ৫৩৩ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।

রিফাত

×