
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও অপরাধীদের ফাঁসির দাবিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে ছাত্রজনতার ব্যানারে অবরোধ কর্মসূচি চলাকালে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম ঘটনাস্থলে গিয়ে অপরাধীরা শিগগির আইনের আওতায় আসবে জানালে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে ও অপরাধীদের ফাঁসির দাবিতে এ কর্মসূচি। এ সময় তারা ধর্ষণ বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ যাওয়ার জন্য বলা হয়।
পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে বলেন, আমি আপনাদের দাবির সঙ্গে একমত। আপনাদের দাবির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব। এছাড়া সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রনয়ন করা হয়েছে।
রিফাত