
সারাঙ্গাপানি
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল-রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী আর সারাঙ্গাপানি। সোমবার (১০ মার্চ) দুপুরে বিআইএফপিসিএল’র উপ-মহাব্যবস্থাপক-জনসংযোগ আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি এনটিপিসি লিমিটেড, ভারতের নির্বাহী পরিচালক (ব্যবসা উন্নয়ন-দেশীয় ও আন্তর্জাতিক এবং পরামর্শ) হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের জন্য প্রচলিত এবং নতুন, উদ্ভাবনী এবং যুগান্তকারী ব্যবসায়িক সুযোগ উভয় ক্ষেত্রে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে নিয়োজিত ছিলেন।